দারুল উলুম জাহাঙ্গীর আলম কওমী মাদ্রাসায় ভর্তি হওয়ার জন্য শিক্ষার্থী ও অভিভাবকদের উচ্চতর অঙ্গীকার ও সচেতনতা প্রয়োজন। আমাদের ভর্তি নীতি কেবল মেধার ভিত্তিতে নয়, বরং শিক্ষার্থীর নৈতিকতা, অধ্যবসায় ও প্রতিষ্ঠানের প্রতি আনুগত্যের ওপর গুরুত্ব দেয়:
১. নিয়মিত পাঠ কক্ষে উপস্থিতি আবশ্যক: আমাদের শিক্ষাব্যবস্থার মূল ভিত্তি হলো নিয়মিততা ও ধারাবাহিকতা। তাই প্রতিষ্ঠানের পূর্ব শর্ত হলো—শিক্ষার্থীদের একটি দিনও ক্লাস বা সবক (পাঠ) থেকে অনুপস্থিত থাকা যাবে না। নিয়মিতভাবে পাঠকক্ষে আগমন করা এবং পাঠ গ্রহণ করা প্রতিটি শিক্ষার্থীর জন্য বাধ্যতামূলক।
২. অভিভাবকদের সক্রিয় সচেতনতা: শিক্ষার মান নিশ্চিত করার জন্য অভিভাবকদের সচেতনতা ও সহযোগিতা একান্ত কাম্য। শিক্ষক ও অভিভাবকদের মধ্যে একটি সেতুবন্ধন থাকা জরুরি, যাতে শিক্ষার্থীদের অগ্রগতি নিয়মিত পর্যবেক্ষণ করা যায় এবং তাদের সমস্যাগুলো দ্রুত চিহ্নিত করে সমাধান করা যায়।
৩. ভুল সংশোধনের সুযোগ ও মানসিকতা: মানব জীবনের ভুল হওয়া স্বাভাবিক। তাই শিক্ষার্থীদের বা প্রতিষ্ঠানের কোনো বিষয়ে যদি কোনো ত্রুটি-বিচ্যুতি পরিলক্ষিত হয়, তবে অভিভাবকদের প্রতি আমাদের বিনীত অনুরোধ, তাঁরা যেন তা গঠনমূলক সমালোচনার মাধ্যমে আমাদের কাছে উত্থাপন করেন। আমরা ভুলগুলো সমাধান করার এবং সংশোধনের সুযোগ দিতে প্রস্তুত থাকি। এই সহযোগী মনোভাবই একটি সুষ্ঠু শিক্ষাপরিবেশের মূল চালিকাশক্তি।